৮ বছর পূর্তি সেলিব্রেশনে ভিভো’র লাকি ড্র
উদ্ভাবন, মান ও আস্থায় গ্রাহকদের ভালোবাসায় বাংলাদেশের বাজারে আট বছর পূর্তী উপলক্ষে ৮ নভেম্বর, শনিবার অফলাইন-অনলাইনে বিশেষ উপহার ও অফার ঘোষণা করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।
এই অফারে ভিভোর যেকোনও আউটলেট থেকে ভিভো ওয়াই২১ডি, ওয়াই২৯, ওয়াই৪০০, ভি ৬০, ভি৬০ লাইট এবং এক্স২০০ মডেলগুলো ক্রয় করলেই মিলবে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। মেগা গিফট হিসেবে পাওয়া যাবে এক্স২০০ এ ৭০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ। তবে, অফারটি উপভোগ করা যাবে ক্রয়ের ৭ দিনের মধ্যে এবং এটি শুধু এককালীন নগদ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
এছাড়া, লাকি ড্র এ গ্রাহকরা জিতে নিতে পারবেন রিরো ডাব্লিউ১০, এল১৮ ইয়ারবাড বা রিরো এস৯০ পাওয়ার ব্যাংক। পাশাপাশি থাকবে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি, ভিভোর অরিজিনাল হেডফোন, রিরো টি১০০, রিরো এফ২০ এবং রিরো বি৩০ নেকব্যান্ড।
৮ম বার্ষিকী উপলক্ষে ভিভো ওয়াই৪০০ মডেলে থাকছে বিশেষ ২ হাজার টাকার মূল্যছাড়।
অফলাইনের এই অফার নিয়ে অনলাইনেও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সোশ্যাল মিডিয়ায় #vivoshare&win12lac এবং #vivo8thYearAnniversaryBD দিয়ে ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্টার শেয়ার করলে প্রতিদিনই মিলবে পুরস্কার এবং গ্র্যান্ড র্যাফেলে অংশ নেওয়ার সুযোগ। যেখানে পুরস্কার হিসেবে থাকছে ৮ গ্রাম স্বর্ণ, ভিভো স্মার্টফোন এবং আরও অনেক আকর্ষণীয় উপহার! উভয় ক্যাম্পেইনে শর্তাবলী প্রযোজ্য।
ডিবিটেক/ইক







