অপো ফাইন্ড এক্স৯ সিরিজে গুগলের এআই ফিচার
চীনে উদ্বোধনের পর, অপো ফাইন্ড এক্স৯ সিরিজের বৈশ্বিক সংস্করণে গুগলের সঙ্গে অংশীদারত্বে বেশ কিছু নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার আনছে অপো। খবর জিএসএম এরিনা।
অপোর নতুন ‘মাইন্ড স্পেস’ অ্যাপ গুগলের জেমিনি এআই-এর সঙ্গে সংযুক্ত থাকবে। ব্যবহারকারীরা তিন আঙুলের সোয়াইপ জেসচারে স্ক্রিনে প্রদর্শিত তথ্য সংরক্ষণ করতে পারবেন এবং পরে জেমিনি সেই তথ্যের ওপর কাজ করবে।
কালারওএস ১৬-চালিত অপো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে গুগল জেমিনির গভীর ইন্টিগ্রেশনসহ প্রথম পক্ষের অপো অ্যাপ এবং ন্যানো ব্যানানা এআই ইমেজ এডিটিং সুবিধা যুক্ত হচ্ছে। এছাড়া ফাইন্ড এক্স৯ ব্যবহারকারীরা এআই সার্চ, এআই কল সামারি, এআই রেকর্ডার ও এআই রাইটার ফিচারও পাবেন।
আরও আকর্ষণীয় হলো, জেমিনি লাইভ অ্যাসিস্ট্যান্ট এখন রিয়েল-টাইম ভিজ্যুয়াল নির্দেশনা দেবে সরাসরি ফোনের পর্দায়। এসব এআই ফিচার চলবে অপোর এআই প্রাইভেট কম্পিউটিং ক্লাউডে, যা গুগল ক্লাউড সুরক্ষায় থাকবে।
অপো জানিয়েছে, ফাইন্ড এক্স৯ ক্রেতারা তিন মাসের বিনামূল্যের গুগল এআই প্রো সাবস্ক্রিপশন পাবেন।
ডিবিটেক/বিএমটি







