জাপানসহ একাধিক দেশে কারখানা বন্ধ করছে নিশান

১৭ মে, ২০২৫  
১৭ মে, ২০২৫  
জাপানসহ একাধিক দেশে কারখানা বন্ধ করছে নিশান

নিসান অটোমোবাইল কোম্পানি জাপানে দুটি গাড়ি সংযোজন কারখানা এবং মেক্সিকো, ভারত, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় কারখানা বন্ধের পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খবর রয়টার্স।

খবরে বলা হয়, জাপানে বন্ধ হতে পারে ঐতিহাসিক ওপ্পামা প্ল্যান্ট (যেখানে ১৯৬১ সালে নিসানের উৎপাদন শুরু হয়) এবং শোনান প্ল্যান্ট, যা নিসান শাতাইয়ের পরিচালনায় ও নিসানের ৫০% মালিকানায় পরিচালিত হয়। এতে করে জাপানে নিসানের মাত্র তিনটি সংযোজন কারখানা টিকে থাকবে।

বিদেশেও মেক্সিকো, ভারত, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় উৎপাদন বন্ধের পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবে বৈশ্বিক কারখানা সংখ্যা ১৭ থেকে ১০-এ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এতে কর্মী ছাঁটাই হতে পারে ১৫% পর্যন্ত।

নিসানের নতুন সিইও ইভান এস্পিনোসা নেতৃত্বে এই রূপান্তর প্রক্রিয়া আগের ব্যবস্থাপনার তুলনায় বেশ কড়া। তবে নিসান জানিয়েছে, এসব বন্ধের খবর এখনো “অনুমানভিত্তিক” এবং অফিসিয়াল কিছু নয়।

২০২৪ অর্থবছরে নিসানের গাড়ি বিক্রি ছিল ৩.৩ মিলিয়ন, যা ২০১৭ সালের তুলনায় ৪২% কম।

ডিবিটেক/বিএমটি