ইউরোপের বাজারে হুয়াওয়ের আইটো ইভি উন্মোচন

মিউনিখে আয়োজিত আইএএ মোবিলিটি ২০২৫ শোতে হুয়াওয়ে তাদের আইটো ব্র্যান্ডের তিনটি বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করেছে। মডেলগুলো হলো এম৫, এম৮ এবং এম৯, যেগুলো উন্নত প্রযুক্তি, নমনীয় পাওয়ারট্রেন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ব্যস্ত ইউরোপীয় ইভি বাজারে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খবর এরিনা ইভি।
আইটো ব্র্যান্ডটি হুয়াওয়ে ও চীনা রাষ্ট্রীয় গাড়ি নির্মাতা সেরেস-এর যৌথ উদ্যোগ। সেরেস গাড়ি তৈরি করে, আর হুয়াওয়ে সরবরাহ করছে সফটওয়্যার, সেন্সর, বৈদ্যুতিক মোটর ও হারমোনিওএস-ভিত্তিক ইনফোটেইনমেন্ট সিস্টেম। চীনে এগুলো হুয়াওয়ের খুচরা দোকানেই ফোন ও ল্যাপটপের পাশাপাশি বিক্রি হয়।
আইটো এম৫ হলো মিড-সাইজ এসইউভি, যাতে রয়েছে ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ও ৮৩ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি, যা এক চার্জে ৬০২ কিমি পর্যন্ত চলতে পারে। এর ইআরইভি সংস্করণে জেনারেটর হিসেবে কাজ করা একটি ১.৫ লিটার ইঞ্জিনও আছে। দাম শুরু হয়েছে প্রায় ২৭,৫০০ ইউরো থেকে ২৯,৮৯০ ইউরো।
আইটো এম৮ বড় আকারের এসইউভি, যা পাঁচ বা ছয় আসনের কনফিগারেশনে পাওয়া যাবে। এতে তিনটি ডিসপ্লে এবং ৬৮ ইঞ্চির এআর হেড-আপ ডিসপ্লে রয়েছে। ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ ৭০৫ কিমি, আর দাম ৪৩,০৬০ ইউরো থেকে ৫৩,৮৩০ ইউরো।
সবচেয়ে বিলাসবহুল আইটো এম৯-এ চারটি লাইডার সেন্সর ও দ্বৈত মোটরের শক্তিশালী অল-হুইল-ড্রাইভ ব্যবস্থা রয়েছে। ১০০ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারিসহ এর দাম ৫৬,২২২ ইউরো থেকে ৬৮,১৯০ ইউরো।
২০২৫ সালের প্রথম সাত মাসে ৭০,০২৫ ইউনিট বিক্রি প্রমাণ করে বাজারে এর চাহিদা প্রবল। এখন দেখা বাকি ইউরোপে এটি কতটা প্রতিযোগিতা তৈরি করতে পারে।
ডিবিটেক/বিএমটি