লিজকৃত গাড়ি ফেরত নিয়ে উচ্চমূল্যে বিক্রি করেছে টেসলা

১৫ মে, ২০২৫  
লিজকৃত গাড়ি ফেরত নিয়ে উচ্চমূল্যে বিক্রি করেছে টেসলা

২০১৯ সালে টেসলা যুক্তরাষ্ট্রে একটি ব্যতিক্রমী নীতিমালা চালু করে, যার আওতায় গ্রাহকদের তাদের লিজকৃত গাড়ি মেয়াদ শেষে ক্রয়ের সুযোগ দেওয়া হতো না। টেসলা দাবি করে, এসব গাড়ি ভবিষ্যতের স্বয়ংচালিত রোবোট্যাক্সি নেটওয়ার্কে ব্যবহার করা হবে। সেই সময় কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দেন, “এই গাড়িগুলো আমাদের ফেরত দরকার,” এবং ২০২০ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি রোবোট্যাক্সি চালু হবে।

কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং টেসলা ফেরত পাওয়া গাড়িগুলোতে সফটওয়্যার আপগ্রেড করে উচ্চমূল্যে পুনরায় বিক্রির পথ বেছে নেয়। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব গাড়িতে “ফুল সেলফ-ড্রাইভিং” (মূল্য $৮,০০০–$১৫,০০০) এবং “অ্যাকসেলারেশন বুস্ট” ($২,০০০) যুক্ত করে নতুন ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

যদিও এই প্রক্রিয়াটি আইনত বৈধ, তবে তা গ্রাহকদের দীর্ঘদিন বিভ্রান্ত করেছে এবং তাদেরকে প্রচলিত লিজ ক্রয় সুবিধা থেকে বঞ্চিত করেছে। অবশেষে ২০২৩ সালের ২৭ নভেম্বর টেসলা ঘোষণা দেয়, নতুন লিজ চুক্তির আওতায় নির্ধারিত গাড়ি লিজ শেষে ক্রয়ের জন্য যোগ্য হতে পারে।

ডিবিটেক/বিএমটি