ফোর্টনাইট অ্যাপ আটকে দিয়েছে অ্যাপল

১৭ মে, ২০২৫  
১৭ মে, ২০২৫  
ফোর্টনাইট অ্যাপ আটকে দিয়েছে অ্যাপল

এপিক গেমস দাবি করেছে, অ্যাপল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অ্যাপ স্টোরে ফোর্টনাইট আপডেট প্রকাশে বাধা দিচ্ছে। ৯ মে ২০২৫ তারিখে ইউএস অ্যাপ স্টোরে ফোর্টনাইট জমা দিলেও অ্যাপল তা গ্রহণ করেনি। পরে ১৪ মে নতুন করে আপডেট জমা দিলে অ্যাপল সেটিও প্রত্যাখ্যান করে। খবর টেকক্রাঞ্চ।

এপিক সিইও টিম সুইনি জানান, ফোর্টনাইটে প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট আপডেট দিতে হয় এবং তা সব প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ জরুরি। ফোর্টনাইট এক্স পোস্টে জানায়, "অ্যাপলের বাধার কারণে ফোর্টনাইট এখন বিশ্বজুড়ে আইওএসে বন্ধ।"

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, “আমরা অনুরোধ করেছি যেন এপিক সুইডেন আপডেট জমা দেয় শুধুমাত্র ইউরোপীয় স্টোরের জন্য, যাতে অন্য অঞ্চলে প্রভাব না পড়ে।”

বর্তমানে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করলেও সমস্যার সমাধান হয়নি।

ডিবিটেক/বিএমটি