কম্পিউটেক্সের ‘বেস্ট চয়েস’ গিগাবাইট অরোস মাস্টার ১৬ এআই পিসি

১৫ মে, ২০২৫  
১৬ মে, ২০২৫  
কম্পিউটেক্সের ‘বেস্ট চয়েস’ গিগাবাইট অরোস মাস্টার ১৬ এআই পিসি

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট তাদের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ল্যাপটপ অরোস মাস্টার ১৬ -এর জন্য কম্পিউটেক্স ২০২৫-এর সম্মানজনক বেস্ট চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছে।

গিগাবাইট-এর দাবি, অরোস মাস্টার ১৬ কেবল একটি গেমিং পিসি নয় – এটি ভবিষ্যতের এআই-চালিত প্রযুক্তির এক নিখুঁত দৃষ্টান্ত। এতে সংযুক্ত রয়েছে গিগাবাইট-এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জিম্যাট (GiMATE)। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে পারফরম্যান্স মোড, ফ্যানের গতি, কিংবা অডিও সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

ল্যাপটপটিতে রয়েছে শক্তিশালী ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৭৫এইচএক্স প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ ল্যাপটপ জিপিইউ ও ২৩০ ওয়াট পর্যন্ত তাপ নিয়ন্ত্রণে সক্ষম উইন্ডফোর্স ইনফিনিটি এক্স কুলিং সিস্টেম। এর ১৬ ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে-তে রয়েছে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর।