২০২৬ সালের শুরুতেই আসছে স্বল্পমূল্যের ম্যাকবুক
অবশেষে নিশ্চিত হলো—অ্যাপল ২০২৬ সালের শুরুর দিকেই বাজারে আনছে তাদের প্রথম স্বল্পমূল্যের ম্যাকবুক। বিষয়টি প্রথম প্রকাশ করে ডিজিটাইমস, আর এবার ব্লুমবার্গও তা নিশ্চিত করেছে। খবর জিএসএম এরিনা।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ইতোমধ্যে সরবরাহকারীদের কাছে এই নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন অর্ডার দিয়েছে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকেই এটি বাজারে আনার লক্ষ্য নিয়েছে।
নতুন এ ল্যাপটপে থাকবে নিম্নমানের এলসিডি ডিসপ্লে এবং আইফোনের এ-সিরিজ চিপসেট, যা অ্যাপলের প্রথম এম১ প্রসেসরের চেয়েও দ্রুতগতির হবে বলে জানা গেছে। এর পর্দা বর্তমান ১৩.৬ ইঞ্চি ম্যাকবুক এয়ারের তুলনায় ছোট হবে এবং দাম পড়বে এক হাজার মার্কিন ডলারের নিচে।
অ্যাপলের এই স্বল্পমূল্যের ম্যাকবুকের লক্ষ্য হলো এন্ট্রি লেভেলের পার্সোনাল কম্পিউটার ও ক্রোমবুক বাজারে অবস্থান তৈরি করা। বর্তমানে ক্রোমবুকের দাম ২০০ থেকে ৭০০ ডলারের মধ্যে, তাই অনুমান করা হচ্ছে, এই নতুন ম্যাকবুকের মূল্য হতে পারে প্রায় ৭০০ থেকে ৮০০ ডলারের মধ্যে।
ডিবিটেক/বিএমটি







