দুইটি গেম বাতিল ও কর্মী ছাঁটাই করলো 'পিপল ক্যান ফ্লাই'

৩ জুন, ২০২৫ ১৯:৫১  
৩ জুন, ২০২৫ ১১:৫১  
দুইটি গেম বাতিল ও কর্মী ছাঁটাই করলো 'পিপল ক্যান ফ্লাই'

'আউটরাইডার্স' ও 'গিয়ারস অব ওয়ার: জাজমেন্ট' খ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান পিপল ক্যান ফ্লাই ঘোষণা করেছে, তারা তাদের দুইটি গেম প্রকল্প — প্রজেক্ট জেমিনি ও প্রজেক্ট বিফ্রোস্ট — বাতিল করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বড় আকারে পুনর্গঠনের অংশ হিসেবে কর্মী ছাঁটাই শুরু করেছে। খবর এনগ্যাজেট।

প্রতিষ্ঠানটির সিইও সেবাস্টিয়ান ওজিচোস্কি জানান, প্রজেক্ট জেমিনি-র প্রকাশক কোনও চুক্তি সম্পাদন না করায় এবং প্রকল্পটি চালিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ না করায় সেটি বন্ধ করতে হয়েছে। অন্যদিকে, বিফ্রোস্ট ছিল একটি স্ব-প্রকাশিত ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) গেম, যার উন্নয়ন কাজ অর্থের অভাবে বন্ধ করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি প্রজেক্ট ভিক্টোরিয়া বন্ধের ঘোষণাও দিয়েছিল। তখনই বিফ্রোস্ট-এর দলে কর্মীসংখ্যা কমানো হয় এবং জেমিনি-র প্রকাশক হিসেবে স্কয়ার এনিক্সের নাম প্রকাশ করা হয়েছিল।

তবে সবকিছু সত্ত্বেও, পিপল ক্যান ফ্লাই এখনো প্রজেক্ট ডেল্টা (সনি’র জন্য) এবং গিয়ারস অব ওয়ার: ই-ডে (এক্সবক্সের দ্য কোয়ালিশনের সঙ্গে যৌথভাবে) সহ একাধিক প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে।

ডিবিটেক/বিএমটি