২০ হাজার টাকায় আইটেল সুপার ২৬ আলট্রা
২০ হাজার টাকার সেগমেন্টে নিজেদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা উন্মোচন করেছে আইটেল, বাংলাদেশ। থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে’র এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার।
অতিরিক্ত ফিচার হিসেবে এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা-লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই ফিচার। এতে আছে এআই অ্যাসিস্ট্যান্ট সোলা। নির্মাতাদের দাবি, এতে ব্যবহৃত সিনেমাটিক ভ্লগ জেনারেটর সেকেন্ডের মধ্যেই পেশাদার মানের ভিডিও তৈরি করতে সক্ষম।
এতে ব্যবহৃত হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।







