জলকামানে ছত্রভঙ্গ চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিকেরা, কয়েকজন আহত ও গ্রেফতার

অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং চাকরিচ্যুতরা কর্মীদের মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানার দাবিতে জিপি হাউসের সামনে বিক্ষোভ পালন করেছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ের নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে প্রায় তিন শতাধিক সাবেক কর্মী বিক্ষোভ শুরু করে।
এ সময় তাদের, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবেনা রে, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। স্লোগান-বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়।
জানাগেছে, বেলা ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ করার থাকলেও বিকেলে ৪টার দিকে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর হামলায় আন্দোলনের আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও আন্দোলনরত ৩ নারী ও ৮ জন পুরুষকে পুলিশ ভ্যানে তুলে নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সুমন, মেহেরুল, জাহিদুর ও প্রিন্স এর নাম জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ দমন-পীড়নের পথ বেছে নিয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা অবিলম্বে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তি ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি, গ্রামীণফোন কর্তৃপক্ষের এই অগণতান্ত্রিক ও দমনমূলক আচরণের বিরুদ্ধে সারাদেশের সচেতন নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।