বেগম  জিয়ার ইন্তেকালে ই-ক্যাব-এর গভীর শোক

বেগম  জিয়ার ইন্তেকালে ই-ক্যাব-এর গভীর শোক
৩০ ডিসেম্বর, ২০২৫ ১৭:২৬  
৩০ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় ঢাকা-র এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার মৃত্যুতে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) গভীর শোক প্রকাশ করছে।

এ উপলক্ষে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব  ড. সাইফ উদ্দিন আহম্মদ বলেন “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রয়াণে জাতির এক অপুরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য এক আপোষহীন, ইস্পাতসম মহীয়সী নারী। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম সমগ্র দেশবাসীর হৃদয়ে গেঁথে থাকবে। তাঁর সাহসী ও আপোষহীন নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ই -ক্যাব পরিবারের পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

ডিবিটেক/ইক