দেশের বাজারে শাওমির নতুন ২টি ট্যাব

দেশের বাজারে  শাওমির নতুন ২টি ট্যাব
২৬ জানুয়ারি, ২০২৬ ১৬:৩১  

রেডমি প্যাড ২ প্রো মডেলে নতুন দুটি ভার্সনের ট্যাব দেশের বাজারে ছাড়ার কথা জানিয়েছে শাওমি। ২৬ জানুয়ারি, সোমবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ দশমিক ১ ইঞ্চি পর্দার রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা রয়ছে। ফলে এটি ট্যাবের পাশাপাশি ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। 

কনফিগারেশন অনুযায়ী ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে ১২০০০ এমএএইচ ব্যাটারি। চাইলে ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস। 

নতুন ডিভাইসটি বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশের পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থী- সবার মধ্যে প্যাডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ জনপ্রিয়তা মাথায় রেখেই আমরা আমাদের ফ্যানদের জন্য অত্যাধুনিক ডিজাইনের এবং প্রযুক্তির রেডমি প্যাড ২ প্রো- এর দুটি ভ্যারিয়েন্ট এনেছি, যা একইসাথে পড়াশোনা, অন-দ্যা-গো অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য দারুণ ডিভাইস।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭ হাজার ৯৯৯ টাকা ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।

ডিবিটেক/আরপি/ইকে