‘স্কুইড গেম: আনলিশড’–এর নির্মাতা গেম স্টুডিও বন্ধ করলো নেটফ্লিক্স
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স তাদের মোবাইল গেম ‘স্কুইড গেম: আনলিশড’ নির্মাতা স্টুডিওটি বন্ধ করে দিয়েছে। ভিডিও গেম বিভাগে কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্স।
স্টুডিওটির সহ–প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ডেভিড রিপি বৃহস্পতিবার এক লিংকডইন পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটা দুঃখজনক খবর, তবে নেটফ্লিক্সে কাজ করার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।”
নেটফ্লিক্স ২০২২ সালে বস ফাইট এন্টারটেইনমেন্ট নামের গেম স্টুডিওটি অধিগ্রহণ করে, যার অধীনে ছিল ‘নেটফ্লিক্স স্টোরিজ’ ও ‘স্কুইড গেম: আনলিশড’। স্টুডিও বন্ধ হলেও গেম দুটি নেটফ্লিক্স প্ল্যাটফর্মে চালু থাকবে বলে জানা গেছে।
নেটফ্লিক্স বর্তমানে তাদের গেম কৌশলে পরিবর্তন আনছে। নতুন পরিকল্পনা অনুযায়ী তারা পার্টি, শিশু, কাহিনিনির্ভর ও মূলধারার গেমের দিকে বেশি গুরুত্ব দেবে।
প্রতিষ্ঠানটির সহ–প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স সম্প্রতি বলেন, “স্কুইড গেম: আনলিশড–এর মতো কাহিনিনির্ভর গেমই আমরা ভবিষ্যতে আরও তৈরি করতে চাই।”
ডিবিটেক/বিএমটি







