ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে। বছরের শুরু থেকে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা এবার আরও জোরদার হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত সহায়তা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে বিটকয়েনের ক্রমবর্ধমান সংযোগের ফলে। খবর রয়টার্স।
রবিবার প্রথমবারের মতো ১ লাখ ২৫ হাজার ডলার অতিক্রমের পর সোমবার বিটকয়েনের দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৮৩৫ দশমিক ৯২ ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। দিন শেষে এর মূল্য ছিল প্রায় ১ লাখ ২৫ হাজার ২৫৩ ডলার, যা আগের দিনের তুলনায় ২ শতাংশ বেশি। বছরের শুরু থেকে বিটকয়েনের দাম বেড়েছে ৩৩ শতাংশেরও বেশি।
বিশ্লেষকরা বলছেন, ডলারের দুর্বলতা ও বাণিজ্য নীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের বিকল্প সম্পদের দিকে ঝুঁকিয়েছে। আর্থিক বিশেষজ্ঞ অ্যান্থনি পম্পলিয়ানো মন্তব্য করেন, “বিটকয়েন এখন এমন এক মানদণ্ডে দাঁড়িয়েছে, যা হারানো কঠিন—আগামী ১২ সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য হবে বেশ রোমাঞ্চকর।”
ডিবিটেক/বিএমটি







