প্রবীণ নেতার ইচ্ছা পূরণে তারেক রহমানের ভার্চুয়াল সাক্ষাৎ 

সমস্যার সমাধানে প্রতিযোগিতার আহ্বান

৭ অক্টোবর, ২০২৫ ০৯:৩৩  
সমস্যার সমাধানে প্রতিযোগিতার আহ্বান

প্রায় দুই দশক পর লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সঙ্গে দেয়া সক্ষাৎকার নিয়ে যখন দেশের গণমাধ্যমগুলো সরব, ঠিক তখনই পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে এলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।

অবশেষে ৬ অক্টোবর, সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদরের মুলগ্রামে যুক্ত হয়ে প্রবীণ এ নেতা মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তারেক রহমান। উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় আবেগঘন এ সাক্ষাৎ। এসময় হুইল চেয়ারে বসে থাকা মোতালব আকনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত সময়ে বহু মানুষ নির্যাতিত হয়েছে। বহু মানুষ শহীদ হয়েছে। যথেষ্ট হয়েছে। মত বিরোধ থাকলেও ঝগড়া ফ্যাসাদ থেকে দূড়ে সরে এসে আমরা মেধার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ি। যারা এই দৌড়ে পিছিয়ে থাকবে তাদেরকেও জীবন যুদ্ধে টিকে থাকার ব্যবস্থা করবো। যাতে করে মোতালেব সাহেবের পরিবারে সন্তানদের মধ্যে যারা এখনো সকলের ব্যবস্থা করতে পারেনি। ভবিষ্যতে যেন তারা সৎপথে উপার্জন ক্ষম হয় আমরা সেই পরিকল্পনাই করছি। 

পরিকল্পনা বাস্তবায়নে দেশের মৌলিক সমস্যা সমাধানের প্রতিযোগিতায় নিয়োজিত হতে কর্মী ও অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, অনেক হয়েছে আন্দোলন, স্লোগান, মিছিল, মিটিং। এবার আসুন আমরা জীবন যুদ্ধে বেঁচে থাকতে দেশের মানুষের যে মৌলিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগেুলো একটু একটু করে কতটা কমিয়ে আনতে পারি, একটু একটু করে মানুষকে কতটুকু স্বস্তি দিতে পারি তার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কম্পিটিশন করি। দেশের জনগণ যাদের সুযোগ দেবে তারা যেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। আগামী দিনের বাংলাদেশে রাজনৈতিক মতভেদের কারণে ভবিষ্যতে কেউ যেন শারীরিক আঘাত প্রাপ্ত না হয়।   

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।