২৫ সেপ্টেম্বর ঢাকায় বসছে বিআইএম ২০২৫ সম্মেলন

২০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৬  
২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৭  
২৫ সেপ্টেম্বর ঢাকায় বসছে বিআইএম ২০২৫ সম্মেলন

বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস এবং মেশিন লার্নিং নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসছে তৃতীয় আন্তর্জাতিক বিগডাটা, আইওটি ও মেশিন লার্নিং (বিআইএম ২০২৫) সম্মেলন। যৌথভাবে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের আইটি পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং। 

চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) প্রেক্ষাপটে উদীয়মান প্রযুক্তিনির্ভর গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এবারের সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে ৬৩১টি গবেষণাপত্র জমা পড়েছে। Double-Blind Peer Review প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৫১টি মানসম্পন্ন পেপার উপস্থাপনার জন্য গৃহীত হয়েছে। গৃহীত ও উপস্থাপিত গবেষণাপত্রগুলো Springer Lecture Notes in Networks and Systems অথবা Taylor & Francis CRC বই সিরিজে প্রকাশিত হবে। সম্মেলনে থাকছে সাতজন কী-নোট স্পিকার, পাঁচজন আমন্ত্রিত আলোচক এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি এবং গ্রিন কম্পিউটিং।

সম্মেলন উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রেস মিটে উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, অর্গানাইজিং চেয়ার ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেত এবং অর্গানাইজিং সেক্রেটারি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জেনারেল সেক্রেটারি এলীন ববি।

অন্যান্যের মধ্যে কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (এডমিন) শরিফুল আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) মো. জারাফাত ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) প্রকৌশলী মো. নাজমুল হুদা মাসুদ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান এসময় উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলরদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ওমর সিদ্দিক, মো. মেহেদী হাসান, মো. মোজাহারুল ইসলাম, মো. আসাদ-উজ-জামান, এস এম পারভেজ রানা, মো. ওয়াহিদ মুরাদ, এস. এম. সাজ্জাদ হোসেন, নিমাই চন্দ্র মন্ডল, আমিমুল ইহসান, মো. আলমগীর, সবুজ দাস,  মো. মানিরুল ইসলাম, মো. মারুফ হোসেইন, মো. আসাদ-উজ-জামান, বায়েজীদ হাসান ভূঞাঁ, মো. তানভিদুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ব্যাবস্থাপক মো. জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট জানান, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উদীয়মান প্রযুক্তি নির্ভর গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের প্লাটফর্ম হিসেবে সম্মেলনে বাংলাদেশের ভবিষ্যত মুখী নানা বিষয় তুলে ধরবেন গবেষকরা।