ক্রিপ্টো শেয়ারে বড় ঊর্ধ্বগতি

১৮ জুলাই, ২০২৫ ১২:১১  
১৮ জুলাই, ২০২৫ ২২:১৮  
ক্রিপ্টো শেয়ারে বড় ঊর্ধ্বগতি

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে স্টেবলকয়েন সংক্রান্ত বিল পাস হওয়ার পর শুক্রবার ইথার ছয় মাসের উচ্চতায় পৌঁছেছে এবং ক্রিপ্টো সংশ্লিষ্ট শেয়ারগুলোতে এর প্রভাব পড়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, নতুন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য প্রস্তুত, যা ডিজিটাল সম্পদ শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। স্টেবলকয়েনের আইনি কাঠামো স্পষ্ট হলে ইথার-নির্ভর লেনদেন বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ অধিকাংশ স্টেবলকয়েন লেনদেন হয় ইথেরিয়াম ব্লকচেইনে।

শুক্রবার ইথারের দাম বেড়ে দাঁড়ায় ৩,৬৭৫.৮১ মার্কিন ডলার, যা জানুয়ারির পর সর্বোচ্চ।

বিটমাইন শেয়ার ১২.৭ শতাংশ, বিট ডিজিটাল ৬.৫ শতাংশ এবং বিটিসিএস শেয়ার ২২.৯ শতাংশ বৃদ্ধি পায়। কয়েনবেজ গ্লোবাল ছুঁয়েছে আইপিও পরবর্তী সর্বোচ্চ মূল্য।

অ্যাস্ট্রোনাল ক্যাপিটালের মতে, স্টেবলকয়েন বৃদ্ধি এবং সার্কেলের সাফল্য ইথেরিয়ামকে সবচেয়ে বেশি উপকৃত করেছে। তবে বিশ্লেষকরা ইথারের অনির্ধারিত সরবরাহ নিয়ে কিছুটা সতর্ক।

ডিবিটেক/বিএমটি