বিনিয়োগকারীদের সঙ্গে জুকারবার্গের সমঝোতা

১৮ জুলাই, ২০২৫  
১৮ জুলাই, ২০২৫  
বিনিয়োগকারীদের সঙ্গে জুকারবার্গের সমঝোতা

মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এবং কোম্পানির বর্তমান ও সাবেক পরিচালকরা ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য দায়ী হয়ে দায়ের করা ৮ বিলিয়ন ডলারের মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সারির বিচারপতি ক্যাথালিন ম্যাককরমিক বৃহস্পতিবার মামলাটি মুলতবি ঘোষণা করেন, যা দ্বিতীয় দিনে প্রবেশ করতে যাচ্ছিল। সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মামলার বাদী বিনিয়োগকারীরা জুকারবার্গ, মার্ক আন্দ্রেসেন, শেরিল স্যান্ডবার্গসহ ১১ কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ থেকে কোম্পানির ক্ষতি পুষিয়ে দিতে চেয়েছিলেন।

২০১৯ সালে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ফেসবুককে ৫ বিলিয়ন ডলার জরিমানা করে, ২০১২ সালের গোপনীয়তা সুরক্ষা চুক্তি লঙ্ঘনের জন্য।

বিচার এড়িয়ে সমঝোতা হলেও অনেকে বলছেন, এটি একটি "গণদায়বদ্ধতার সুযোগ" হারানো।

ডিবিটেক/বিএমটি