৭ বছর পর অক্টোবরে বিটকয়েনের দরপতন

৭ বছর পর অক্টোবরে বিটকয়েনের দরপতন
১ নভেম্বর, ২০২৫ ১০:০৭  

সাত বছর পর প্রথমবারের মতো অক্টোবর মাসে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। মাসজুড়ে প্রায় ৫ শতাংশ মূল্যহ্রাসের মাধ্যমে ভেঙেছে এর ধারাবাহিক উত্থানের রেকর্ড। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের ঝুঁকি এড়ানোর মনোভাবের কারণে ডিজিটাল মুদ্রাটি চাপে পড়েছে। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ ও রপ্তানি নিয়ন্ত্রণের হুমকির পর ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো লিকুইডেশন ঘটে।

এই ঘোষণার পর অক্টোবরের ১০ থেকে ১১ তারিখের মধ্যে বিটকয়েনের দাম নেমে আসে ১,০৪,৭৮২.৮৮ ডলারে, যা কয়েকদিন আগেই ১,২৬,০০০ ডলারের রেকর্ড উচ্চতা ছুঁয়েছিল।

কাইকো’র সিনিয়র বিশ্লেষক অ্যাডাম ম্যাকার্থি বলেন, “অক্টোবরের শুরুতে বিটকয়েন সোনা ও শেয়ারবাজারের মতো উর্ধ্বমুখী ছিল, কিন্তু বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর বিনিয়োগকারীরা আর বিটকয়েনে ফিরেননি।”

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা এবং মার্কিন সরকারি অচলাবস্থার কারণে অর্থনৈতিক তথ্যপ্রবাহ বন্ধ হওয়ায় বাজারে অস্থিরতা বেড়েছে।

জেপিমর্গ্যান চেজের প্রধান নির্বাহী জেমি ডাইমনও সতর্ক করেছেন, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার বড় ধরনের সংশোধনের মুখে পড়তে পারে।

তবে অক্টোবরের পতন সত্ত্বেও, চলতি বছর এখন পর্যন্ত বিটকয়েনের মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের ডিজিটাল সম্পদপন্থী নীতির কারণে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টো সম্পদে দীর্ঘমেয়াদে বিনিয়োগ আগ্রহ আবারও বাড়তে পারে।

ডিবিটেক/বিএমটি