এনআইডি সার্ভারে প্রবেশের অধিকার হারাচ্ছে ব্যাংকগুলো

২৫ জুন, ২০২৫ ১৯:৩০  
২৫ জুন, ২০২৫ ২০:৩১  
এনআইডি সার্ভারে প্রবেশের অধিকার হারাচ্ছে ব্যাংকগুলো

নাগরিকদের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোকে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  নির্বাচন কমিশন (ইসি) । এক্ষেত্রে সুনির্দিষ্ট যে তথ্যটি চাওয়া হবে ইসি কেবল সেটি ‘ম্যাচ’ অথবা ‘নট ম্যাচ’ আকারে জানিয়ে দেবে। অর্থাৎ কারও এনআইডি নম্বর দিলেই আর আগের মতো সকল তথ্য মিলবে না। তথ্য সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে জাতীয় পরিচয়পত্রোর (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 

এ নিয়ে ২৬ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটায় নির্বাচন ভবনের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠকে বসছে ইসি। এনআইডি যাচাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স থেকে ১৫ (পনের) জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নিচ্ছে।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা: সরওয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে এবিবির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এনআইডি যাচাই করার ক্ষেত্রে ‘ম্যাচ/নট ম্যাচ’ পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে ইসি সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

এদিকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর ২৫ জুন সাংবাদিকদের জানিয়েছেন, সারাদেশে মাঠ কর্মকর্তাদের দপ্তরে ১ লাখ ৯০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তবে জুনের মধ্যেই এগুলো নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের তাগাদা দেয়া হয়েছে। 

প্রসঙ্গত, বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন। আবেদনগুলোর জটিলতার ধরণ অনুযায়ী, কয়ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি।