যবিপ্রবিতে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, জীববিজ্ঞান এবং আরও অনেক ক্ষেত্রের গণিতের ব্যবহার ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
আজ বুধবার ২৫ জুন সকাল ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘‘ম্যাথমেটিক্স ইন মর্ডান ওয়ার্ল্ড: ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির গণিত বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, গণিত ছাড়া জীবন অচল। আমরা যখন বলি, যখন খাই, যখন চলি; প্রতিটি পদক্ষেপেই গণিত রয়েছে। গণিতের বিস্তার সর্বোত্র। গণিতবিদেরা এই দেশ, সমাজ এর জ্ঞানের মাত্রাকে আরো উচ্চথেকে উচ্চতর অবস্থায় নিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের বৈশ্বিক পরিচিতি, জ্ঞান চর্চা ও গবেষণাসহ আরো অন্যান্য বিষয়ে সম্পর্কে জানতে পারবে যা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত তৈরিতে বিশেষভাবে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল আলিম, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. জীবন কাফলে ও ড. সুদামানি পখারেল। বক্তারা আধুনিক বিশ্বে গণিতের সংযোগ ও প্রয়োগকে বিষয়ে আলোকপাত করেন। তারা গণিতকে শুধু একটি বিষয় নয়, বরং এটি বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, চিকিৎসা, এবং আরও অনেক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ও ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে যবিপ্রবির গণিত বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী রুবায়েত আহমেদ ইমন ও রিয়া চৌধুরি।