প্রথম দিনেই বেকায়দায় ট্রাম্প পরিবারের ক্রিপ্টো টোকেন
ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল-এর ডিজিটাল টোকেন $WLFI লেনদেনের প্রথম দিনেই দামে পতনের মুখে পড়েছে। সোমবার শুরুতে টোকেনটির দাম ০.৩০ ডলারের ওপরে উঠলেও পরে তা নেমে আসে ০.২৪৬ ডলারে, যা প্রায় ১২% পতন নির্দেশ করে। খবর রয়টার্স।
কোইনগেকোর তথ্য অনুযায়ী, এ দামে টোকেনটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ বিলিয়ন ডলারের নিচে, যা এটিকে বাজারে প্রচলিত ৩১তম বৃহত্তম ক্রিপ্টো টোকেন হিসেবে স্থান দিয়েছে। বাইনান্স, ওকেএক্স এবং বাইবিটসহ বড় এক্সচেঞ্জগুলোতে টোকেনটির লেনদেন শুরু হয়েছে।
সমালোচকরা ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সঙ্গে তাদের নীতিনির্ধারণী ভূমিকার সংঘাতের অভিযোগ তুললেও হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের সম্পদ তার সন্তানদের তত্ত্বাবধানে ট্রাস্টে রয়েছে এবং কোনো স্বার্থের সংঘাত নেই।
ডিবিটেক/বিএমটি







