বিটকয়েনের দাম ২ শতাংশ কমে ৯৩,৬৮৪ ডলার

১৭ নভেম্বর, ২০২৫ ১২:৫৭  
বিটকয়েনের দাম ২ শতাংশ কমে ৯৩,৬৮৪ ডলার

বিশ্বের সবচেয়ে বড় বাজারমূল্যের ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য আবারও কমেছে। রবিবার মার্কিন পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টা ২১ মিনিটে (২১:২১ জিএমটি) মূল্য ছিল ৯৩,৬৮৪ ডলার, যা আগের তুলনায় প্রায় ১.৫৯ শতাংশ কম। খবর রয়টার্স।

ক্রিপ্টো বাজারে সাম্প্রতিক ওঠানামার মধ্যে এ পতনকে বিশ্লেষকেরা স্বাভাবিক অস্থিরতার অংশ হিসেবে দেখছেন।

ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী জয়কে ঘিরে ক্রিপ্টো-বাজারে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এখন স্তিমিত। পাশাপাশি বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে অনীহা প্রকাশ করছেন।

ডিবিটেক/বিএমটি