প্রতিদিন ২৫০ কোটি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি

২২ জুলাই, ২০২৫ ২০:১৪  
২২ জুলাই, ২০২৫ ১৩:১৫  
প্রতিদিন ২৫০ কোটি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি প্রতিদিন বিশ্বজুড়ে ২৫০ কোটি প্রম্পট গ্রহণ করছে বলে ওপেনএআই অ্যাক্সিওসকে জানিয়েছে। এর মধ্যে প্রায় ৩৩ কোটি প্রম্পট যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছ থেকে আসছে। খবর টেকক্রাঞ্চ।

এই পরিসংখ্যান ওপেনএআই-এর প্রধান পণ্য হিসেবে চ্যাটজিপিটির ব্যাপক বিস্তারকে তুলে ধরে। তুলনায়, গুগলের বার্ষিক অনুসন্ধান সংখ্যা ৫ ট্রিলিয়ন, অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১৪ বিলিয়ন সার্চ হয়। গবেষকদের মতে, এই সংখ্যা ১৩.৭ থেকে ১৬.৪ বিলিয়নের মধ্যে।

গত ডিসেম্বরে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, দৈনিক ১০০ কোটির বেশি প্রম্পট আসছে চ্যাটজিপিটিতে। সেই হিসাবে আট মাসে প্রম্পট সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই প্রবৃদ্ধি চ্যাটজিপিটির ব্যবহার ও জনপ্রিয়তার দ্রুত বিস্তারকে স্পষ্ট করে।

ডিবিটেক/বিএমটি