গুগলের পিক্সেল ১০ এর ভিডিও প্রকাশ

২২ জুলাই, ২০২৫ ১৭:১০  
২২ জুলাই, ২০২৫ ১৩:১১  
গুগলের পিক্সেল ১০ এর ভিডিও প্রকাশ

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই নতুন পিক্সেল ১০ স্মার্টফোনের একটি ভিডিও দেখিয়েছে গুগল। ২০ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও গুগল স্টোরের হোমপেজে ইতোমধ্যে ফোনটির ঝলক দেখা গেছে। খবর এনগ্যাজেট।

ভিডিওতে প্রদর্শিত মডেলটি সম্ভবত বেসিক পিক্সেল ১০ হলেও এটি পিক্সেল ১০ প্রোও হতে পারে। ডিজাইনে পেছনের অংশ কিছুটা পরিবর্তিত, যেন ফোনটি ফ্রেমের ভেতর থেকে উঁকি দিচ্ছে। রয়েছে একটি অতিরিক্ত ক্যামেরাও। গত বছর পিক্সেল ৯ ফোনে টেলিফটো ক্যামেরা ছিল শুধু প্রো সংস্করণে, কিন্তু এবার সব মডেলেই তা থাকার সম্ভাবনা রয়েছে।

নতুন টেনসর চিপসহ প্রযুক্তিগত উন্নয়নেই এবার বেশি গুরুত্ব দিচ্ছে গুগল। গত কয়েক বছরে গুগলের পিক্সেল ফোনের তথ্য আগেই ফাঁস হওয়ায় প্রতিষ্ঠানটি এখন ইচ্ছাকৃতভাবেই আগাম ঝলক দেখাতে শুরু করেছে। ২০২২ সালে পিক্সেল ৭–ও আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই প্রকাশ করা হয়েছিল।

ডিবিটেক/বিএমটি