১১ তম  বিডিজেএসও-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু

১২ জুলাই, ২০২৫  
১২ জুলাই, ২০২৫  
১১ তম  বিডিজেএসও-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু

আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হবে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও)। এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি বাছাইয়ে একাদশ বারের মতো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। দেশের ৮টি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে হবে এই জাতীয় আসর। 

এ জন্য বিজ্ঞানে আগ্রহী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। এই লিংকে ক্লিক করে নাম নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে প্রকাশ,  নিবন্ধনের পর আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের অঞ্চল থেকে অংশগ্রহণ করে বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অলিম্পিয়াডে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প , যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে। ক্যাম্পের পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে ১০ থেকে ১৫ জনের একটি দল। এই দলের প্রশিক্ষণ এবং ক্যাম্প চলবে দেড় মাসব্যাপী।দেড় মাসের ক্যাম্প  শেষে ৬ জনের বাংলাদেশ দল ঘোষণা করা হবে এবং ৪ জনকে রাখা হবে অপেক্ষা তালিকায়।

অলিম্পিয়াডটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, যেন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্তর অনুযায়ী অংশ নিতে পারে। প্রাইমারি বিভাগে  অংশ নিতে পারবে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। জুনিয়র বিভাগ নির্ধারিত হয়েছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। আর সেকেন্ডারি বিভাগে অংশ নিতে পারবে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এবং ১১শ শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে,  অংশগ্রহণকারীর জন্ম তারিখ অবশ্যই ২০১০ সালের ১ জানুয়ারির পর হতে হবে।

প্রসঙ্গত,  অলিম্পিয়াডের মূল বিষয় হিসেবে থাকবে পদার্থবিজ্ঞান , রসায়ন এবং জীববিজ্ঞান।যা সাধারণত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক বইগুলোকে ভিত্তি করেই নির্ধারিত হয়। প্রতিটি বিভাগের প্রশ্ন সাধারণত সেই শ্রেণির বিজ্ঞান বইয়ের পদার্থবিজ্ঞান , রসায়ন ও জীববিজ্ঞানের টপিকগুলোর উপর ভিত্তি করেই তৈরি করা হয়।অনেক সময় তিনটি বিষয়কে একত্রিত করেও প্রশ্ন করা হয়।  শিক্ষার্থীরা তাদের নিজস্ব শ্রেণির পাঠ্যবই পড়ার পাশাপাশি  উপরের শ্রেণির সমস্যা সমাধানের মাধ্যমে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আঞ্চলিক পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন করা হলেও জাতীয় পর্যায়ে সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক দুই ধরনের প্রশ্নই থাকবে।

 বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।