বাংলাদেশে নতুন এআই গেমিং ল্যাপটপ

২৬ জুন, ২০২৫ ১৬:১৭  
২৬ জুন, ২০২৫ ১৯:৩২  
বাংলাদেশে নতুন এআই গেমিং ল্যাপটপ

এআই সমৃদ্ধ ‘গিগাবাইট এ১৬’ দেশের বাজারে উন্মোচন করেছে তাইওয়ানিজ ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।রাজধানীর একটি হোটেলে ২৫ জুন (বুধবার) অনুষ্ঠিত এক বর্ণাঢ্য ডিলার মিট অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপ উন্মোচন করা হয়।

২৬ জুন এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি নির্বাচিত হওয়ার পরই নতুন এই গেমিং ল্যাপটির মোড়ক উন্মোচন করেন পরিবেশক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গিগাবাইটের এই নতুন এআই গেমিং ল্যাপটপ ‘এ১৬’-এ ব্যবহার করা হয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোরআইসেভেন-১৩৬২০হার্জের( Intel Core i7-13620H) প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৫০ জিপিইউ (NVIDIA GeForce RTX 4050 GPU) এআই প্রযুক্তি সমর্থিত গ্রাফিক্স।  ল্যাপটপটিতে রয়েছে ১৬জিবি ডিডিআরফাইভ র‌্যাম এবং জেনারেশন৪ ১টেরাবাইট এসএসডি।