পরীক্ষার হলে মোবাইল নিয়ে ২ কেন্দ্রে ৭ জন বহিষ্কার

২৬ জুন, ২০২৫  
২৬ জুন, ২০২৫  
পরীক্ষার হলে মোবাইল নিয়ে ২ কেন্দ্রে ৭ জন বহিষ্কার

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ২৬ জুন (বৃহস্পতিবার) হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় নেত্রকোনার মোহনগঞ্জ কেন্দ্রে চার শিক্ষার্থী এবং কুমিল্লার লালমাইয়ে একটি কেন্দ্রে তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ জানিয়েছেন, জেলার মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে চারজন ছেলে পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোন ও অবৈধ কাগজ পাওয়া যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনগঞ্জ ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) এম এ কাদের। 

অপরদিকে কুমিল্লার লালমাই উপজেলাপর বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক পর কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে দেখায় তিনজনকে বহিষ্কার করেন তিনি।

এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশি। ২০২৪ সালে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২০৩ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সাধারণ ৯ বোর্ডে অনুপস্থিত ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ১৯৬ জন ও কারিগরি বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৫০ জন। এ ছাড়া অসদুপায়ের জন্য প্রথম দিন ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।