জাতীয় ক্যারিয়ার মেন্টরিং শুরু করছে 'ক্যারিয়ার্স আপ বিডি'

শিগগিরই একটি ৬ মাসব্যাপী জাতীয় ক্যারিয়ার মেন্টরিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে ক্যারিয়ার্স আপ বিডি। কর্পোরেট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যারিয়ার ব্র্যান্ডিং ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ করার পরিকল্পনাও রায়েছে ক্যারিয়ার বিষয়ক বাংলাদেশের এই ডিজিটাল প্লাটফর্মটির।
শনিবার ক্যারিয়ার্স আপ বিডি’র পরবর্তী পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটির সিইও সোহাগ ফারদিন অরন বলেন, “আমরা লক্ষ্য করেছি দেশের অনেক শিক্ষিত এবং দক্ষ মানুষ কেবল সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির অভাবে চাকরি বা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছেন না। ক্যারিয়ার্স আপ বিডি সেই শূন্যস্থান পূরণ করতে কাজ করছে।”
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় জানিয়ে সোহাগ ফারদিন অরন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যান থাকবে এবং তার সাথে যুক্ত থাকবে স্কিল ডেভেলপমেন্টের কার্যকর ব্যবস্থা। যেন তারা শুধুমাত্র দেশের নয়, বিশ্বের উন্নত দেশগুলোর পেশাদারদের সাথেও সমানতালে এগিয়ে যেতে পারে।”
এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিগগিরই শুরু করতে যাচ্ছে একটি ৬ মাসব্যাপী জাতীয় ক্যারিয়ার মেন্টরিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে দেশের বিভিন্ন স্থান থেকে ১০ জন প্রফেশনালকে বাছাই করে তাদের বিনামূল্যে মেন্টরিং দেওয়া হবে। এতে যুক্ত থাকবেন দেশের খ্যাতিমান ক্যারিয়ার কোচ ও মেন্টররা।
দীর্ঘ ৫ বছর ধরে এক-একজন প্রফেশনালের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, চাকরির ইন্টারভিউ প্রস্তুতির জন্য গাইডলাইন ও মক ইন্টারভিউ, প্রফেশনাল সিভি ও রেজুমি রাইটিং, কভার লেটার, ভিডিও রেজুমি তৈরি, লিংকডইন প্রোফাইল ব্র্যান্ডিং, স্টেটমেন্ট অফ পারপাস তৈরি এবং চাকরির সার্কুলার ও বিডিজবস আপডেট দিয়ে আসছে ক্যারিয়ার্স আপ বিডি।