যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

২৪ এপ্রিল, ২০২৫  
২৪ এপ্রিল, ২০২৫  
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ  অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

 “ক্রীড়ায় বিকশিত হোক তারণ্য” স্লোগানকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫।

বুধবার ২৩ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

গত ২১ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ। আগত অতিথিদের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ১০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার মিক্স রিলেসহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগত অতিথিরা এই ক্রীড়া প্রতিযোগিতা দারুণভাবে উপভোগ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি ডিন ড. মো. আমজাদ হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার,  শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।