মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই

ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই, যেখানে মাস্কের বিরুদ্ধে ধারাবাহিক ‘হয়রানি’র অভিযোগ তোলা হয়েছে। কোম্পানিটি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মাস্ককে যেকোনো ‘অবৈধ ও অন্যায় আচরণ’ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে। খবর রয়টার্স।
২০১৫ সালে মাস্ক ও স্যাম অল্টম্যান মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। পরে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে যান এবং ২০২৩ সালে নিজের নতুন এআই কোম্পানি এক্সএআই প্রতিষ্ঠা করেন। মাস্ক বর্তমানে ওপেনএআই-এর অলাভজনক মডেল থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের বিরোধিতা করছেন।
মামলায় ওপেনএআই দাবি করেছে, মাস্ক সামাজিক মাধ্যমে আক্রমণ, মিথ্যা প্রচারণা ও অবৈধ প্রস্তাবনার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি করছেন। মাস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ওপেনএআই একটি ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মামলার বিচার আগামী বছর বসন্তে শুরু হবে।
ডিবিটেক/বিএমটি