মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই

১০ এপ্রিল, ২০২৫  
১০ এপ্রিল, ২০২৫  
মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই

ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই, যেখানে মাস্কের বিরুদ্ধে ধারাবাহিক ‘হয়রানি’র অভিযোগ তোলা হয়েছে। কোম্পানিটি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মাস্ককে যেকোনো ‘অবৈধ ও অন্যায় আচরণ’ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে। খবর রয়টার্স।

২০১৫ সালে মাস্ক ও স্যাম অল্টম্যান মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। পরে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে যান এবং ২০২৩ সালে নিজের নতুন এআই কোম্পানি এক্সএআই প্রতিষ্ঠা করেন। মাস্ক বর্তমানে ওপেনএআই-এর অলাভজনক মডেল থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের বিরোধিতা করছেন।

মামলায় ওপেনএআই দাবি করেছে, মাস্ক সামাজিক মাধ্যমে আক্রমণ, মিথ্যা প্রচারণা ও অবৈধ প্রস্তাবনার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি করছেন। মাস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ওপেনএআই একটি ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মামলার বিচার আগামী বছর বসন্তে শুরু হবে।

ডিবিটেক/বিএমটি