ফটোশপ ও প্রিমিয়ার প্রো-তে এআই এজেন্ট চালু করছে অ্যাডোবি

অ্যাডোবি ফটোশপ ও প্রিমিয়ার প্রো সফটওয়্যারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট চালুর ঘোষণা দিয়েছে। অ্যাডোবির ডিজিটাল মিডিয়ার সিটিও ইলি গ্রিনফিল্ড এক ব্লগে জানান, এজেন্টগুলো ছবি ও ভিডিও বিশ্লেষণ করে প্রাসঙ্গিক সম্পাদনার পরামর্শ দেবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্নও করবে। খবর দ্য ভার্জ।
ফটোশপের “ক্রিয়েটিভ এজেন্ট” নতুন ফ্লোটিং অ্যাকশন প্যানেলে থাকবে, যা ছবি থেকে পেছনের লোক মুছে ফেলা কিংবা ব্যাকগ্রাউন্ড ব্লার করার মতো কাজ সুপারিশ করবে। ব্যবহারকারীরা সহজ ভাষায় নির্দেশ দিয়েই এ সম্পাদনা করতে পারবেন।
প্রিমিয়ার প্রো-তেও একই ধরনের এজেন্ট চালু হবে, যা ভিডিও ক্লিপ নির্বাচন, রং ঠিক করা, শব্দ মিশ্রণসহ বিভিন্ন জটিল কাজ সহজ করবে। অ্যাডোবি জানায়, এআই সম্পাদনার কাজ সহজ করলেও সৃজনশীলতার জায়গাটি মানুষের হাতেই থাকবে।
প্রথম এজেন্টটি ২৪ এপ্রিল লন্ডনে অ্যাডোবি ম্যাক্স ইভেন্টে উন্মোচন করা হবে।
ডিবিটেক/বিএমটি