স্টারলিংকের সাথে চুক্তি করলো রিলায়েন্স জিও

১২ মার্চ, ২০২৫  
১২ মার্চ, ২০২৫  
স্টারলিংকের সাথে চুক্তি করলো রিলায়েন্স জিও

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইলন মাস্কের স্পেসএক্স-এর সাথে চুক্তি করেছে, যার মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ভারতে পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে স্পেকট্রাম বরাদ্দের বিষয়ে দ্বন্দ্বের পর এই চুক্তি একটি চমকপ্রদ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

এই চুক্তির একদিন আগেই ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলও স্টারলিংকের সাথে একটি সমঝোতায় পৌঁছায়। তবে দুটি চুক্তিই ভারতের সরকারি অনুমোদনের ওপর নির্ভরশীল।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের বৈঠকের পর এই চুক্তি ঘোষণা করা হলো। জিও প্ল্যাটফর্মস জানিয়েছে, তারা স্টারলিংকের সরঞ্জাম তাদের খুচরা বিক্রয়কেন্দ্র ও অনলাইন স্টোরে সরবরাহ করবে এবং ইনস্টলেশন সহায়তা দেবে।

এর আগে, রিলায়েন্স ভারতের মহাকাশ নিয়ন্ত্রকের অনুমোদন নিয়ে লুক্সেমবার্গ-ভিত্তিক এসইএস-এর সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে। তবে স্টারলিংকের অনুমোদন এখনো বিবেচনাধীন।

স্পেকট্রাম বরাদ্দ নিয়ে আম্বানি ও মাস্কের মধ্যে মতবিরোধ ছিল। রিলায়েন্স নিলামের পক্ষে থাকলেও ভারত সরকার মাস্কের দাবির পক্ষে অবস্থান নেয়, যেখানে বিশ্বব্যাপী প্রশাসনিকভাবে স্পেকট্রাম বরাদ্দ করা হয়।

ডিবিটেক/বিএমটি