টাটা টেকনোলজিসের তথ্য ফাঁস

র্যানসমওয়্যার গোষ্ঠী হান্টার্স ইন্টারন্যাশনাল টাটা টেকনোলজিসের চুরি হওয়া তথ্য ফাঁস করেছে। গত জানুয়ারিতে টাটা টেকনোলজিস র্যানসমওয়্যার হামলার শিকার হয়, যার ফলে কিছু পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। খবর টেকক্রাঞ্চ।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে বর্তমান ও সাবেক কর্মীদের ব্যক্তিগত তথ্য, কেনাকাটার আদেশ, কোম্পানির ভারত ও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের সঙ্গে করা চুক্তিসহ সংবেদনশীল নথি রয়েছে।
হান্টার্স ইন্টারন্যাশনালের দাবি, চুরি হওয়া তথ্যের পরিমাণ প্রায় ১.৪ টেরাবাইট, যাতে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি নথি রয়েছে।
টাটা টেকনোলজিস জানুয়ারি মাসে ভারতীয় শেয়ারবাজার কর্তৃপক্ষকে জানিয়েছিল যে র্যানসমওয়্যার হামলায় কিছু আইটি সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্লায়েন্ট পরিষেবাগুলো অক্ষত ছিল। তবে হান্টার্স ইন্টারন্যাশনালের ফাঁস করা তথ্য সেই হামলার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত করা যায়নি।
২০২৩ সালে আত্মপ্রকাশ করা হান্টার্স ইন্টারন্যাশনাল র্যানসমওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস গোষ্ঠী হিসেবে কাজ করে। গ্যাংটি হাইভ র্যানসমওয়্যার গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে, যা ২০২২ সালে টাটা পাওয়ারের তথ্য ফাঁস করেছিল।
ডিবিটেক/বিএমটি