টেসলার বিরুদ্ধে সহিংসতাকে ‘গৃহসন্ত্রাস’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেসলার বিরুদ্ধে সহিংসতাকে ‘গৃহসন্ত্রাস’ হিসেবে ঘোষণা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। এদিন ট্রাম্প হোয়াইট হাউসে টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গে উপস্থিত হন এবং তার কর্মীদের জন্য একটি টেসলা কেনার ঘোষণা দেন। এরপর কোম্পানির শেয়ার মূল্য ৪% বৃদ্ধি পায়। খবর রয়টার্স।
সম্প্রতি "টেসলা টেকডাউন" নামে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারা ট্রাম্প প্রশাসনের নির্দেশে মাস্কের নেতৃত্বে সরকারি কর্মী ছাঁটাই এবং মানবিক সহায়তা তহবিল বাতিলের প্রতিবাদ জানাচ্ছে। মাস্ক বর্তমানে ট্রাম্প প্রশাসনের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' বা ডোজের প্রধান।
ট্রাম্প বলেন, "তারা একটি মহান আমেরিকান কোম্পানির ক্ষতি করছে। টেসলার বিরুদ্ধে সহিংসতা করলে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।" হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, বামপন্থী কর্মীদের এ ধরনের হামলা ‘গৃহসন্ত্রাস’ ছাড়া কিছু নয়।
এদিকে, বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং সহিংসতার বিরুদ্ধে।
টেসলার শেয়ারমূল্য কমে যাওয়ার পেছনে বিক্রির হ্রাস, মাস্কের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিনিয়োগকারীদের উদ্বেগ কাজ করেছে। তবে হোয়াইট হাউসে মাস্ক ঘোষণা দেন, "আমেরিকার প্রতি আস্থার প্রতীক হিসেবে আগামী দুই বছরে টেসলার উৎপাদন দ্বিগুণ করা হবে।"
ডিবিটেক/বিএমটি