যুক্তরাজ্যে প্লেস্টেশন ৫ ভাড়া দিচ্ছে সনি

Mar 6, 2025 - 11:24
Mar 6, 2025 - 11:40
যুক্তরাজ্যে প্লেস্টেশন ৫ ভাড়া দিচ্ছে সনি

প্লেস্টেশন ৫-এর দাম অনেকের জন্যই নাগালের বাইরে রয়ে গেছে। তাই সনি এবার যুক্তরাজ্যে অফিসিয়াল পিএস৫ ভাড়ার পরিষেবা চালু করেছে। এ জন্য তারা লিজিং কোম্পানি রাইলো-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। সনি সরাসরি নিজেদের প্লেস্টেশন ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা দিচ্ছে। খবর এনগ্যাজেট।

পিএস৫ ডিজিটাল এডিশন, ডিস্ক সংস্করণ এবং পিএস৫ প্রো – সবগুলোই ১২, ২৪ ও ৩৬ মাসের লিজ চুক্তিতে ভাড়া পাওয়া যাবে। সবচেয়ে দীর্ঘমেয়াদী ৩৬ মাসের চুক্তিতে পিএস৫ ডিজিটাল এডিশনের মাসিক ভাড়া হবে মাত্র ১১ পাউন্ড। তবে পিএস৫ প্রো-এর জন্য মাসিক ভাড়া পড়বে ৩৫.৫৯ পাউন্ড। প্লেস্টেশন পোর্টাল ও পিএস ভিআর২ হেডসেটের জন্যও লিজিং অপশন রাখা হয়েছে, যার দাম সম্প্রতি কমানো হয়েছে।

রাইলো প্রতিটি ডিভাইসে আজীবন ওয়ারেন্টি দেবে এবং স্বাভাবিক ব্যবহারে সামান্য ক্ষতি হলে অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। তবে ১৮ মাসের আগে চুক্তি বাতিল করলে জরিমানা গুনতে হবে।

যদিও মাসিক ভিত্তিতে কনসোল ব্যবহারের সুবিধা থাকছে, তবে দীর্ঘমেয়াদে এটি কেনার চেয়ে বেশি ব্যয়বহুল হতে পারে। তবে লিজ শেষে ডিভাইস কেনার সুযোগও থাকছে।

ডিবিটেক/বিএমটি