দেশের স্মার্টফোন প্রেমীদের লাখ টাকার অলরাউন্ডার ফোন উন্মোচন

দেশের স্মার্টফোন প্রেমীদের জন্য বহুল আলোচিত অলরাউন্ডার খ্যাত ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোল্ডেবল আনলো টেকনো বাংলাদেশ। ফোল্ড ফোন হলেও এই ফোনে রয়েছে মাত্র ২৪৯ গ্রাম ওজন এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসের থিকনেস মাত্র ৫.৫ মিলিমিটার। রয়েছে ডুয়াল স্ক্রিন।
দেশের বাজারে সদ্য উন্মোচন করা দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।
অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারি হিঞ্জ ডিজাইন ফোনটির নকশার সঙ্গে স্থায়িত্বকেও গুরুত্ব দেয়া হয়েছে। এর ফ্যান্টম ভি পেন ব্যবহারকারীদের সৃজনশীলতার বিকাশের সুযোগ দেবে। এই পেনে রয়েছে লক স্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার। টেকনো এআই সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েল টাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারি ও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।
এই ফোনে রয়েছে আলট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। এই অবিশ্বাস্য ক্যামেরা সেটআপের মাধ্যমে, ব্যবহারকারীরা ডে-লাইট বা লো লাইট সব ক্ষেত্রেই মাস্টার-লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন। দুর্দান্ত সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।