হাইড্রোপনিক্স ম্যাপিং ও জৈব সার প্রযুক্তিতে তাগিদ আমির খসরুর

হাইড্রোপনিক্স ম্যাপিং  ও  জৈব সার প্রযুক্তিতে তাগিদ আমির খসরুর
২৯ নভেম্বর, ২০২৫ ১৬:৩৭  
২৯ নভেম্বর, ২০২৫ ১৮:২৩  

হাইড্রোপনিক্স ম্যাপিং করে পানির বিভিন্ন স্তরে উদ্ভাবনী চাষাবদে সরকারি বিনিয়োগ ও জৈব সার প্রযুক্তি বিকাশে তাগিদ দিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

একইসঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ এবং কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনায় এই খাতের ৪০ শতাংশ অপচয় রোধ করে মোট দেশজ উৎপাদনে নজর দিয়ে রফতানি বাজার বাড়াতে সরকারি-যৌথ অংশীদারিত্বে স্মার্ট কৃষিতে জোর দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এ জন্য সরকারি নীতি সহযোগিতার পাশাপাশি কৃষি ও কৃষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। সব স্টেক হোল্ডারদের হলিস্টিক এ্যাপ্রোচে এজন্য একটি মোর্চা গঠন করতে হবে। পানিতে বিভন্ন স্তরে মাছের চাষ ও রকমারি জলজ চাষাবাদের সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে আমরা গুরুত্ব দিতে পারি।

২৯ নভেম্বর, শনিবার, রাজধানীর সিরডাপ মিলনায়তনে কৃষি এবং খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রাজনৈতিক অঙ্গীকার বিষয়ক সেমনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু।

তিনি বলেন, কৃষক বাঁচাতে বাজারে দাম বেঁধে দেয়ার দরকার নেই। কৃষকদের প্রযুক্তি ও ঋণ সহায়তা দিতে হবে। পণ্যের ভ্যালু অ্যাড শেখাতে হবে। 

নিজেদের সরকারের সময়ে 'কৃষিতে ভালো করেছি তবে বিপ্লব হয়নি' মন্তব্য করে খসরু বলেন, খাদ্য আমদানি নির্ভরতা কমাতে না পারলে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে। কৃষকের দাম কমিয়ে দেয়া নির্বুদ্ধিতা। তাই দাম কমালে তা তিন মিনিট পরে আবার বাড়ে।

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের  (বিএজেএফ) আয়োজনে সংগঠনের সভাপতি সাহনোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে সেমিনারে আরএফএল চেয়ারম্যান ও সিইও আহসাস খান চৌধুরী বক্তব্য রাখেন।

সেমিনার সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক আবু খালেদ।
ডিবিটেক/আইএইচ/ওআর