জিন, জেনিটিকস ও মেডিসিন নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে জিনপাথ
জেনেটিক কাউন্সিলিং, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জিনপাথ এর উদ্যোগে শুরু হয়েছে জিন, জেনেটিকস ও মেডিসিন নিয়ে বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রথম কোহর্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রেনেটা ফার্মাসিউটিক্যালস থেকে আগত তরুণ গবেষক ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন।
২৮ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে মলিকিউলার বায়োলজি, জেনেটিকস, ফার্মাসিউটিক্যালস প্রেক্ষাপট এবং ঔষধ উদ্ভাবন প্রক্রিয়ার বিষয়গুলো বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জিনপাথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভেগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়ুব।
তিনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইতালির Eureka Institute of Translational Medicine আয়োজিত Certificate Course on Tanslational Medicine কোর্সে অংশগ্রহণ করেন। সেই অভিজ্ঞতার আলোকে Gene, Genetics and Translational Medicine" কোর্সটি ডিজাইন করেন মুশতাক।
বাংলাদেশে তরুণ গবেষক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানরি এক্সিকিউটিভদের জন্য এটাই এ ধরনের প্রথম উদ্যোগ।
ডিবিটেক/এমআইএ/ইকে







