বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

২ নভেম্বর, ২০২৫ ১৬:৩২  
বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

নিজেদের মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এই সহযোগিতার মাধ্যমে রবি অ্যাপের মাধ্যমে বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা দেবে।  

২ মে, রবিবার রবি আজিয়েটার পক্ষ থেকে জনানানো হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে সম্প্রতি এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম। 

রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ , হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক  লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক। 

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।”