সনি'র ডিজিটাল ওয়ারেন্টি চালু, ঈদ উপহার ঘোষণা
বাংলাদেশে চালু হলো জাপানি বহুজাতিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি’র স্মার্ট টেকনোলজিস পরিবেশিত ডিভাইসের ডিজিটাল ওয়ারেন্টি। মঙ্গলবার দুপুরে উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে রাজধানীর শেওড়াপাড়ায় জহির টাওয়ারে এই সেবাটির উদ্বোধন করা হয়। আপাতত সনি টিভি/র ক্ষেত্রে এই সেবা চালু হলো।
সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট মি. বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ল্যাপটপে ক্লিক করে এই সেবাটি উদ্বোধন করেন। এসময় সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার শাখা প্রধান মি. রিকি লুকাস, সনি-স্মার্ট পরিচালক মোঃ তানভীর হোসাইন, হেড অব সেলস সারোয়ার জাহান, চৌধুরী, হেড অব মার্কেটিং আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ারেন্টি কার্ডের মেয়াদ ৩ থেকে ৫ বছর কিংবা তার বেশি হলেও এই কার্ডটি দীর্ঘদিন সংরক্ষণ করার ঝামেলা এড়াতেই এই উদ্যোগ। ক্রেতা একটি পণ্য কিনে তা ওয়েবাইটে নিবন্ধন করলেই এই ডিজিটাল ওয়ারেন্টি কার্ড মিলবে। এরপর নম্বরটা মনে রাখলে কিংবা ডিভাইসটি স্ক্যান করেও এই ওয়ারেন্টি মিলবে ঝামেলা ছাড়া। প্রোডাক্টের সিরিয়াল নম্বর দিলেই এই সেবা মিলবে।
নতুন সেবা বিষয়ে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বললেন, এই ডিজিটাল ওয়ারেন্টি কেবল গ্রাহকের পণ্যের বিক্রয়োত্তর সেবাই সহজ করবে না; একই সঙ্গে নকল পণ্য চিনতেও সহায়তা করবে। আমরাও গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবো।
অপরদিকে রিকি লুকাস বলেছেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা নিশ্চিন্তে সনির অরিজিনাল টেলিভিশনসহ অন্যান্য প্রোডাক্ট কিনতে পারবেন। এটা তাদের মানিসক প্রশান্তি দেবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে সনি-স্মার্ট’র ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি সাইজের আটটি মডেলের সনি ব্রাভিয়া ২০২৫ লেটেস্ট ফোর-কে গুগল ও ওলেড ফোর-কে গুগল টিভিতে স্পেশাল মাইন্ডব্লোয়িং উন্মোচন সহ বাজার দর ঘোষণা করা হয়। ঈদ উপলক্ষ্যে এসব টিভির সঙ্গেমডেলভেদে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কুলার, রিচার্জেবল ফ্যানসহ নিশ্চিত উপহার জেতার আমন্ত্রণ জানানো হয়।
২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।







