ওয়ালটনে নতুন ৩ মডেলের সাউন্ডবার

১১ মার্চ, ২০২৫  
১১ মার্চ, ২০২৫  
ওয়ালটনে নতুন ৩ মডেলের সাউন্ডবার

দেশের বাজারে কোরাস (CHORUS) ব্র্যান্ডের তিনটি মডেলের সাউন্ডবার নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মডেলগুলো হলো- ডব্লিউএসবি১৮০১ (WSB1801), ডব্লিউএসবি১৮০২ (WSB1802) এবং ডব্লিউএসবি২০০ (WSB200) সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য এই সাউন্ডবারগুলো যুৎসই হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। 

বলা হচ্ছে, ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ (WSB1801) ডব্লিউএসবি১৮০২ (WSB1802) মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার সাউন্ডবারের সমন্বয়ে তৈরি এই দুটি মডেল গভীর বেজ স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫×৮৫ মিলিমিটার, যা ব্যালান্সড ডিটেইলড সাউন্ড নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত হওয়ায় উচ্চ নিম্নমাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ., এইউএক্স (.mm), অপটিক্যাল ইন এবং টিভি এআরসি কানেক্টিভিটি, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করার সুবিধা দেয়। মিউজিক বা অডিও ফাইল প্লেব্যাকের জন্য এতে ইউএসবি পোর্ট ও ৩২জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য ওয়ালটনের ডব্লিউএসবি২০০ মডেলের সাউন্ডবারটি পারফেক্ট চয়েজ। এটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাবউফার এবং মাল্টি-স্পিকার সেটআপ, যা গভীর বেজ স্পষ্ট অডিও প্রদান করে। ডব্লিউএসবি২০০ মডেলটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ পর্যন্ত, যা আরও বিস্তৃত উন্নত সাউন্ড রেঞ্জ নিশ্চিত করে। এতে ৭৫ ডেসিবল পর্যন্ত এস/এন (≥75dB S/N) রেশিও এবং ৪০ ডেসিবল পর্যন্ত (≥40dB) সেপারেশন থাকায় শব্দের স্বচ্ছতা আরও উন্নত হয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত সাউন্ড ব্যালান্স মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই সাউন্ডবারগুলো সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।

তিনি জানান, সাউন্ডবারগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৪,৭৫০ টাকা, ১৩,৯৫০ টাকা এবং ১৫,৭৫০ টাকা। নতুন এই মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০% বিশেষ ছাড় চলছে।