নেটফ্লিক্সে আসছে 'ক্ল্যাশ অব ক্ল্যানস' অ্যানিমেটেড সিরিজ

২১ মে, ২০২৫  
২১ মে, ২০২৫  
নেটফ্লিক্সে আসছে 'ক্ল্যাশ অব ক্ল্যানস' অ্যানিমেটেড সিরিজ

বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল গেম 'ক্ল্যাশ অব ক্ল্যানস' ও 'ক্ল্যাশ রয়্যাল' অবলম্বনে একটি অ্যানিমেটেড সিরিজ আনতে যাচ্ছে নেটফ্লিক্স। সুপারসেল এবং নেটফ্লিক্সের মধ্যে পার্টনারশিপের মাধ্যমে নির্মিতব্য এই সিরিজের পরিচালনায় থাকছেন ফ্লেচার মোলস, যিনি ইউটিউবে প্রচারিত গেমটির অরিজিনাল অ্যানিমেটেড ভিডিওগুলোর পরিচালক ছিলেন। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, সিরিজের প্রধান লেখক হিসেবে থাকবেন রন উইনার, যিনি 'সিলিকন ভ্যালি', '৩০ রক', 'ফিউচারামা' এবং 'অ্যারেস্টেড ডেভেলপমেন্ট'-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন।

২০১২ সালে ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’ প্রকাশের পর এটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং ২০১৬ সালে আসে এর সিক্যুয়েল ‘ক্ল্যাশ রয়্যাল’। দুটি গেম মিলিয়ে এ পর্যন্ত ৪০০ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীরা ১৮০ বিলিয়নের বেশি ঘণ্টা খেলায় ব্যয় করেছেন।

নেটফ্লিক্সের এই সিরিজ ঘুরবে গেমের ‘বারবেরিয়ান’ চরিত্রকে কেন্দ্র করে, যে একদল অদ্ভুত সঙ্গী জোগাড় করে গ্রাম রক্ষা ও যুদ্ধের হাস্যকর রাজনীতির সঙ্গে লড়াই চালিয়ে যাবে।

সিরিজটি এখনও প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং মুক্তির তারিখ বা অন্যান্য অভিনয় শিল্পীর নাম এখনো জানানো হয়নি।

ডিবিটেক/বিএমটি