ক্রোম ব্রাউজারে আসছে গুগলের জেমিনি

গুগল তাদের বার্ষিক আই/ও সম্মেলনে ঘোষণা দিয়েছে যে, তাদের শক্তিশালী এআই সহকারী জেমিনি এখন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা উইন্ডো বা অ্যাপ খুলে তথ্য খোঁজার ঝামেলায় পড়বেন না। ব্রাউজারের ওপরে একটি নতুন মেনু এবং টাস্কবারে যুক্ত থাকা জেমিনি ব্যবহারকারীর খোলা থাকা ট্যাব নিয়েই প্রশ্নের উত্তর দেবে এবং প্রয়োজনীয় পরামর্শও জানাবে।
গুগল এক ডেমোতে দেখিয়েছে, কীভাবে কোনো রেসিপি ব্লগে থাকা উপাদানগুলোর মধ্যে খাদ্যসংবেদনশীলতা থাকলে জেমিনি তাতে পরিবর্তনের পরামর্শ দিতে পারে। একইভাবে অনলাইন কেনাকাটার সময় পণ্যের রিভিউ সংক্ষেপে জানানো বা প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হবে।
প্রাথমিকভাবে জেমিনি একটি মাত্র ট্যাবের তথ্য নিয়ে কাজ করবে। তবে ভবিষ্যতে একাধিক ট্যাব বিশ্লেষণ করে আরও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা যুক্ত হবে।
শিগগিরই ব্যবহারকারীরা কণ্ঠস্বরেও জেমিনির সঙ্গে কথোপকথন করতে পারবেন 'জেমিনি লাইভ' ফিচারের মাধ্যমে। গুগল এমনকি ভবিষ্যতে এমন ফিচারও আনতে চায়, যেখানে জেমিনি নিজেই ওয়েবপেজ স্ক্রল করে নির্দিষ্ট অংশে নিয়ে যাবে।
এই ফিচারটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ম্যাক ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এআই প্রো ও এআই আল্ট্রা গ্রাহকদের মধ্যে চালু হচ্ছে। মোবাইল বা ক্রোমবুক ভার্সনে কবে আসবে, তা এখনো জানায়নি গুগল।
ডিবিটেক/বিএমটি