টেলিগ্রাম সিইও পাভেল দুরভের বিদেশযাত্রা নিষিদ্ধ

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে ফ্রান্স সরকারের অনুমতি ছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে দুরভকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয় এবং পরে টেলিগ্রাম প্ল্যাটফর্মে বেআইনি কার্যক্রমে সহায়তার অভিযোগে অভিযুক্ত করা হয়। খবর এনগ্যাজেট।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে অর্থপাচার ও শিশুর প্রতি যৌন নির্যাতনের কনটেন্ট ছড়ানোর মতো গুরুতর অপরাধ। দুরভ যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিতে চাইলে ফরাসি কর্তৃপক্ষ তা "অপ্রয়োজনীয় ও অযৌক্তিক" হিসেবে বিবেচনা করে তার ভ্রমণ আটকে দেয়।
এর আগে ২০২৫ সালের মার্চে তাকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল, যেখানে তাঁর নাগরিকত্ব রয়েছে।
দুরভের গ্রেপ্তারের পর টেলিগ্রাম জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টসহ প্রযোজ্য আইন অনুসরণ করে এবং কনটেন্ট মডারেশন নিয়মিত উন্নত করছে। সেপ্টেম্বরে তারা প্রথমবারের মতো ব্যবহারকারীদের আইপি ঠিকানা ও ফোন নম্বর আইনি অনুরোধে সরবরাহ করতে রাজি হয় এবং ডিসেম্বরে সিস্যাম লিংক ব্লকের জন্য আন্তর্জাতিক সংগঠন আইডব্লিউএফের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলে।
ডিবিটেক/বিএমটি