৩ বিলিয়ন ডলারে উইন্ডসার্ফ কিনতে রাজি ওপেনএআই

৬ মে, ২০২৫  
৬ মে, ২০২৫  
৩ বিলিয়ন ডলারে উইন্ডসার্ফ কিনতে রাজি ওপেনএআই

ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক কোডিং টুল উইন্ডসার্ফ অধিগ্রহণে সম্মত হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

উল্লেখ্য, উইন্ডসার্ফ পূর্বে ‘কোডিয়াম’ নামে পরিচিত ছিল এবং সম্প্রতি তারা জেনারেল ক্যাটালিস্ট ও ক্লেইনার পারকিন্সসহ বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে ৩ বিলিয়ন ডলারের মূল্যায়নে অর্থ সংগ্রহের আলোচনা চালাচ্ছিল। এর আগে ২০২৪ সালের আগস্টে, জেনারেল ক্যাটালিস্টের নেতৃত্বে ১৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন শেষে কোম্পানিটির মূল্যায়ন ছিল ১.২৫ বিলিয়ন ডলার। অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে ছিল ক্লেইনার পারকিন্স ও গ্রিনওকস।

চুক্তিটি চূড়ান্ত হলে এটি হবে ওপেনএআই-এর ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ। উইন্ডসার্ফের প্রযুক্তি ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের কোডিং সক্ষমতাকে আরও সমৃদ্ধ করতে পারে। ইতোমধ্যে ওপেনএআই প্রতিটি নতুন মডেলে কোডিং সংক্রান্ত নানা উন্নতি এনেছে, তবে এই ক্ষেত্রে প্রতিযোগিতাও ক্রমেই বাড়ছে।

ওপেনএআই ও উইন্ডসার্ফ—দুই পক্ষের কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ডিবিটেক/বিএমটি