ভিডিও আসক্তি কমাতে টাইমার ফিচার আনতে পারে ইউটিউব

১৩ এপ্রিল, ২০২৫  
১৩ এপ্রিল, ২০২৫  
ভিডিও আসক্তি কমাতে টাইমার ফিচার আনতে পারে ইউটিউব

ইউটিউব তাদের শর্টস ভিডিও ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একটি নতুন ফিচার চালুর কথা ভাবছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারবেন, যাতে নির্ধারিত সময় শেষে শর্টস দেখা বন্ধ হয়ে যাবে। খবর টেকক্রাঞ্চ।

অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম ইউটিউব অ্যাপের বেটা সংস্করণে এই ফিচারের কোড খুঁজে পায়। পরে ইউটিউব টেকক্রাঞ্চকে জানায়, এটি এখনো জনসাধারণের জন্য চালু না হলেও ভবিষ্যতের জন্য তারা বিষয়টি বিবেচনা করছে।

এই টাইমার ফিচার অনুযায়ী, ব্যবহারকারীরা দৈনিক কয়েক ঘণ্টার জন্য শর্টস দেখার সীমা নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হলে শর্টস সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, তবে ব্যবহারকারীরা এখনও নির্দিষ্ট কিছু শর্টস দেখতে পারবেন বলে কোডে উল্লেখ আছে।

ইতিমধ্যে ইউটিউবের মূল ভিডিওর জন্য ‘টেক এ ব্রেক’ নামের ফিচার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম আসক্তি কমাতে অ্যাপল ও গুগল সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এমন নিয়ন্ত্রণমূলক টুল চালু করেছে।

ডিবিটেক/বিএমটি