ব্যক্তিগত বিনিয়োগ অ্যাপ কিনলো ওপেনএআই

বিশ্বের সর্বাধিক দামি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে স্পেসএক্সকে পেছনে ফেলার একদিন পরই ওপেনএআই নতুন আরেকটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে। এবার প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে রয় (Roi) নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা–চালিত বিনিয়োগ অ্যাপ, যা ব্যবহারকারীদের আর্থিক পোর্টফোলিও একত্রে পরিচালনার সুযোগ দেয় এবং ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ প্রদান করে। খবর এনগ্যাজেট।
চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি, তবে টেকক্রাঞ্চ জানিয়েছে, রয়-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুজিথ বিশ্বজিত একমাত্র ব্যক্তি হিসেবে ওপেনএআই দলে যোগ দিচ্ছেন।
এই অধিগ্রহণের মাধ্যমে ওপেনএআই ব্যক্তিগত আর্থিক পরামর্শের খাতে প্রবেশের ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ওপেনএআই সম্ভবত ভবিষ্যতে এমন একটি ‘প্রোঅ্যাকটিভ সহকারী’ তৈরি করতে চায়, যা শুধু প্রশ্নের উত্তরই নয়, বরং ব্যবহারকারীর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ পরামর্শও দিতে পারবে।
এর আগে ওপেনএআই মে মাসে সাবেক অ্যাপল ডিজাইনার জনি আইভের সহ–প্রতিষ্ঠিত এআই হার্ডওয়্যার স্টার্টআপ আইও–কে ৬.৫ বিলিয়ন ডলারে এবং সেপ্টেম্বরে প্রোডাক্ট টেস্টিংভিত্তিক স্টার্টআপ স্ট্যাটসিগ–কে ১.১ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেছিল।
ডিবিটেক/বিএমটি