চীন ও উত্তর কোরিয়ার সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে ওপেনএআই

২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
চীন ও উত্তর কোরিয়ার সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করেছে ওপেনএআই

ওপেনএআই সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অবৈধ কার্যকলাপের জন্য সন্দেহ করা হয়। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এই ব্যবহারকারীরা নজরদারি এবং জনমত প্রভাবিত করার মতো কাজে জড়িত ছিল। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃত্ববাদী শাসনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্তরাষ্ট্র এবং তাদের নিজস্ব জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ওপেনএআই এ ধরনের অপারেশন শনাক্ত করতে নিজস্ব এআই টুল ব্যবহার করেছে। তবে সংস্থাটি কতজন ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বা এই পদক্ষেপটি কত দিনের মধ্যে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

একটি ঘটনায়, কিছু ব্যবহারকারী চ্যাটজিপিটিকে ব্যবহার করে স্প্যানিশ ভাষায় যুক্তরাষ্ট্র-বিরোধী সংবাদ তৈরি করেছিল, যা পরে লাতিন আমেরিকার কিছু মূলধারার গণমাধ্যমে একটি চীনা কোম্পানির নামে প্রকাশিত হয়।

অন্য একটি ঘটনায়, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিরা চ্যাটজিপিটিকে ব্যবহার করে ভুয়া চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং অনলাইন প্রোফাইল তৈরি করেছিল। এর লক্ষ্য ছিল পশ্চিমা কোম্পানিগুলোর চাকরি প্রতারণামূলকভাবে লাভ করা।

এছাড়া, কম্বোডিয়াভিত্তিক একটি আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজন কিছু চ্যাটজিপিটি অ্যাকাউন্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মে অনুবাদ ও মন্তব্য তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল।

যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে এআই ব্যবহার করে নাগরিক দমন-পীড়ন, ভুয়া তথ্য প্রচার এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিরাপত্তা দুর্বল করার অভিযোগ করে আসছে।

বর্তমানে ওপেনএআই-এর চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট, যার সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়নের বেশি। সংস্থাটি বর্তমানে ৩০০ বিলিয়ন ডলারের বাজারমূল্যায়নে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের আলোচনায় রয়েছে, যা একটি বেসরকারি কোম্পানির জন্য নতুন রেকর্ড হতে পারে।

ডিবিটেক/বিএমটি